Skip to main content

How To Create Lyrical Status In Kinemaster | Bong Techsquad


 Make cool lyrical status

Image



Image link:Download

Kinemaster pro Download


Kinemaster download link :Download here

Please subscribe youtube channel

Comments

Popular posts from this blog

Best mobile under 12000

  3% OFF OFFER Realme Narzo 20 (Victory Blue, 4 GB RAM, 64 GB Storage)

Create unique photo with Instagram profile | Bong Techsquad

https://youtu.be/Xc7Out712gc
  কোনওটা ওল্টানো পিরামিড, কোনওটা নেহাতই দোমড়ানো ঠোঙা, নানা দেশের আজব ইমারত নামেই ইমারত। নিয়মমাফিক দরজা-জানলা-ঘরও আছে। অথচ দেখতে কোনওটা পাখি, কোনওটা মাছ, কোনওটা বিশাল কচ্ছপের মতো। এমনকি দুমড়ে ফেলা কাগজের ঠোঙার মতো দেখতে বহুতলও আছে। বছরের পর বছর ধরে বহু পরিকল্পনা, পরিশ্রম করে মাথা খাটিয়ে সেইসব ইমারতের নকশা বানিয়েছেন স্থপতিরা। নতুন পুরনো মিলিয়ে সেই সব স্থাপত্য একনজরে দেখে নেওয়া যাক। ১ /১৬ নামেই ইমারত। নিয়মমাফিক দরজা-জানলা-ঘরও আছে। অথচ দেখতে কোনওটা পাখি, কোনওটা মাছ, কোনওটা বিশাল কচ্ছপের মতো। এমনকি দুমড়ে ফেলা কাগজের ঠোঙার মতো দেখতে বহুতলও আছে। বছরের পর বছর ধরে বহু পরিকল্পনা, পরিশ্রম করে মাথা খাটিয়ে সেইসব ইমারতের নকশা বানিয়েছেন স্থপতিরা। নতুন পুরনো মিলিয়ে সেই সব স্থাপত্য একনজরে দেখে নেওয়া যাক। দোমড়ানো কাগজের ঠোঙার মতো দেখতে বহুতলটি সিডনির। এর ভিতরে আছে একটি বিজনেস স্কুল— সিডনির ইউনিভার্সিটি অফ টেকনোলজি। বিজনেস স্কুলে গ্রাহকদের মন বোঝার পাঠ পড়ানো হয়। গ্রাহক দোকান থেকে জিনিস কেনার পর দুমড়ে ফেলে দেন ব্যবহার হয়ে যাওয়া কাগজের ঠোঙা। এ রকমই কিছু ভাবনা থেকে বিজনেস স্...