Skip to main content

Posts

Showing posts from June, 2021

10,000 টাকার কমে 5G স্মার্টফোন আনছে Realme, কবে আসবে জানুন

ভারতে 5G নেটওয়ার্কের ট্রায়াল অফিসিয়াল ভাবে শুরু হয়নি। কিন্তু মিড রেঞ্জের একটু ওপর থেকে প্রিমিয়াম সেগমেন্টের প্রত্যেকটি স্মার্টফোন এখন 5G সাপোর্টের সাথে লঞ্চ হতে দেখা যাচ্ছে। তবে মিড রেঞ্জ ছাড়াও ফোন উৎপাদনকারী সংস্থাগুলির লক্ষ্য, বাজেট সেগমেন্টে 5G ফোন লঞ্চ করে মার্কেটের একটা বড় অংশে ভাগ বসানো। আর এক্ষেত্রে Realme (রিয়েলমি) অগ্রণী ভূমিকা নিতে চলেছে। চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডটি ইতিমধ্যেই একগুচ্ছ 5G ফোন নিয়ে ভারতে হাজির হয়েছে। কিন্তু এছাড়াও সংস্থাটি যে আরও 5G সাপোর্ট যুক্ত বাজেট ফোন লঞ্চের পরিকল্পনা করছে, তা আজ সামনে এল। Realme-এর ভাইস প্রেসিডেন্টে এবং ভারত ও ইউরোপে Realme-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাধব শেঠ (Madhav Sheth) বলেছেন, Realme আগামী বছরের শেষের দিকে অর্থাৎ 2022 সালের মধ্যে 10,000 টাকা মূল্যের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। গতকাল Realme 5G Global Summit-এর প্রথম এডিশনে পরিকল্পনাটি প্রকাশ করা হয়েছে। ওই ভার্চুয়াল ইভেন্টে Counterpoint Research (কাউন্টারপয়েন্ট রিসার্চ), GSMA Intelligence (জিএসএমএ ইন্টেলিজেন্স), Qualcomm (কোয়ালকম), এবং Realme (রিয়েলমি)-এর পদ...