
Realme-এর ভাইস প্রেসিডেন্টে এবং ভারত ও ইউরোপে Realme-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাধব শেঠ (Madhav Sheth) বলেছেন, Realme আগামী বছরের শেষের দিকে অর্থাৎ 2022 সালের মধ্যে 10,000 টাকা মূল্যের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে।
গতকাল Realme 5G Global Summit-এর প্রথম এডিশনে পরিকল্পনাটি প্রকাশ করা হয়েছে। ওই ভার্চুয়াল ইভেন্টে Counterpoint Research (কাউন্টারপয়েন্ট রিসার্চ), GSMA Intelligence (জিএসএমএ ইন্টেলিজেন্স), Qualcomm (কোয়ালকম), এবং Realme (রিয়েলমি)-এর পদস্থ কর্তারা বিশ্বজুড়ে 5G বিকাশের উপায় নিয়ে আলোচনা করেছিলেন। সেইসঙ্গে স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য Realme তার পরিকল্পনার একটি অর্ন্তদৃষ্টি দিয়েছিল।
10,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা Realme-এর জন্য উচ্চাভিলাষী বলে মনে হতে পারে। কিন্তু, সংস্থাটি যেহেতু 15,000 টাকার নিচে Realme 8 5G-এর মতো স্মার্টফোন বাজারে আনতে পেরেছে। তাতে Realme-এর দৌলতে সস্তা ফোনেও 5G অ্যাক্সেস করার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবে পরিণত হবে বলেই ধরে নেওয়া যায়।
-রাজা
Comments
Post a Comment